শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০২ PM
গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ীতে প্রবেশ করে ইলেক্ট্রনিক্স মেকার রুকুনুজ্জামান সরকাকে (৪৫) কুপিয়ে মারাত্বক আহত এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে আহতের ভাই আক্তারুজ্জামান সরকার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো একই গ্রামের মৃত সফি উদ্দিন সরকারের ছেলে আমিনুল ইসলাম (৩৫), শাহীন কামাল (৪৪), জামাল উদ্দিন সরকারের ছেলে রায়হান (৩০), মৃত জহুর উদ্দিন সরকারের আমাল উদ্দিন সরকার (৬৩), আফছার উদ্দিন (৬৮) সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে তারা বাড়ী ছেড়ে পলাতক রয়েছে।

আক্তারুজ্জামান সরকার জানান, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। তারা পূর্বে বিভিন্ন সময় অহেতুক ভাবে ঝগড়ার সৃষ্টি করে পরিবারের সদস্যদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যার হুমকি দিয়ে আসছে। 

গতকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসশ্র নিয়ে বসতবাড়ীতে প্রবেশ করে। এসময় আমার ছোট ভাই রুকুনুজ্জামান সরকারকে বাড়ীর উঠানে পেয়ে হামলা করে। তারা তাকে চাপাতি দিয়ে দুই বার্জায় ও পেটে কুপিয়ে মারাত্বক জখম করে। এসময় তার পেটের নারী ভুরী বের হয়ে যায়। তার স্ত্রী বাধা দিলেও হামলাকারীরা তাকে টেনে হেঁচড়া শ্লীলতাহানি করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। 

স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে রুকুনুজ্জামান সরকার মুমুর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অভিযুক্ত প্রত্যেকে পলাতক থাকায় এবং তাদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কর জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত