বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
জামায়াত নেতাদের বিরুদ্ধে দরবারে হামলার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৯ AM
কুষ্টিয়ার কুমারখালীতে বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন রশিদিয়া দরবার শরীফে ভাঙচুরের পর আগুন দেয়ার অভিযোগ উঠেছে। 

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চর সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলম বয়েন এবং সাদিরপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের আমীর আবু তালেবের নেতৃত্বে এ হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দরবার শরীফের লোকজন জানান, প্রায় সাত বছর ধরে হযরত খাজা শাহসুফিয়া দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামি (রাঃ) এর স্মরণে প্রতিবছর সাদিপুর রশিদিয়া দরবার শরীফে বাৎসরিক ওয়াজ ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন চলে আসছে। প্রতিবারের মতো রোববার এশার নামাজের পর শুরু হয় ওয়াজ-মাহফিল।
 
মাহফিলের বক্তব্য শেষে বক্তা যখন মোনাজাত শুরু করেন ঠিক তখনই এক দল নানা স্থানীয় লোক এসে দরবার ভাঙচুর করেন। এরপর আগুন ধরিয়ে দিয়ে চলে যান। এ সময় তবারক ফেলে ভয়ে পালিয়ে যান দরবারের পরিচালক ও উপস্থিত ভক্তবৃন্দ।

এতে আতঙ্কে পালিয়েছেন রশিদিয়া দরবার শরীফের পরিচালক মো. জিল্লুর রহমান। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিচালকের ছেলে রাসেল হোসেন ফোনে অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর ধরে তারা বাৎসরিক ওয়াজ ও মোনাজাতের আয়োজন করে আসছেন তারা। প্রতিবার ২০০ থেকে ৩০০ ভক্ত উপস্থিত হয়। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এবার মাত্র ১৫০ জনের আয়োজন করা হয়।
 
তিনি বলেন, হুজুর ওয়াজ শেষে মোনাজাত শুরু করতে না করতেই একদল জামায়াত-শিবিরের লোকজন এসে প্রথমে ভাঙচুর করে। পরে আগুন লাগিয়ে দেয়। এতে ভয়ে আমি ও আমার বাবাসহ উপস্থিত ভক্তরা তবারক ফেলে পালিয়ে যেতে বাধ্য হই।
 
তিনি জানান, হামলাকারীদের নাম-পরিচয় জানেন তিনি। তবে এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
 
নাম প্রকাশ না করা শর্তে সাদিপুর বাজারের একাধিক ব্যক্তি বলেন, চর সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা জাহাঙ্গীর আলম বয়েন এবং সাদিরপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেবের নেতৃত্বে দরবার শরীফে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
 
অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম বয়েন বলেন, ‘দরবার শরীফের নামে সেখানে মাদকের আড্ডা চলে। এজন্য স্থানীয় ছেলেপেলে তা ভেঙে দিয়েছে। আমি বাধা দিয়েছিলাম। আর সেখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত