বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
একদফা দাবি আদায়ে নরসিংদীতে নার্সদের কর্ম বিরতি পালন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:০৩ PM
নরসিংদী  জেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সদের একদফা দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছে। দাবি আদায় না হলে আগামীকাল বুধবার  সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কর্মবিরতি ও পরবর্তীতে সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দেন।

আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নরসিংদী জেলা,জেলা সদরসহ সরকারি সকল হাসপাতাল কর্মরত নার্সরা একদফা দাবি আদায়ের  এ কর্মবিরতি পালন করে। 

আন্দোলনকৃত নার্সরা বলেন, নিয়োগ বিধি ২০১৬ মোতাবেক সিনিয়র স্টাফ নার্সগণ উচ্চতর ডিগ্রী অর্জনের পর ৪র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। অনেক সিনিয়র স্টাফ নার্স দেশ এবং বিদেশ থেকে নার্সিং এর উপর পিএইচডি ডিগ্রী অর্জন করার পরেও পদ শূন্য থাকা সত্ত্বেও, পদোন্নতি না দিয়ে ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত নিজবেতনে পদায়ন করেন এবং চাকুরী হতে অবসরের সময় সিনিয়র স্টাফ নার্স পদ থেকে অবসর নিতে হয়।

তাদের দাবি নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরে নিয়োগ বিধি ২০১৬ এর আলোকে উচ্চ শিক্ষিত ও যোগ্য নার্সদের পদায়ন এবং নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে সকল পদে উচ্চ শিক্ষিত নার্সদের পদায়ন করা।

এক দফা দাবীতে কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের ডাকে গত ৩০ তারিখে প্রতীকী কর্মবিরতী লাল ব্যাজ ধারণ ও আজ সকালে ৯টা হতে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।

দাবি আদায় না হলে আগামীকাল সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কর্মবিরতি ও পরবর্তীতে সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত