বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
কমলগঞ্জে প্রতিপক্ষের বসত জায়গায় মাটি খননের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:৩৭ PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সারঙ্গপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসত জায়গায় মাটি খনন করার অভিযোগ উঠেছে। 

গত ২৯ সেপ্টেম্বর সকালে বসত জমিতে মাটি খননের অভিযোগে ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সারঙ্গপুর গ্রামের প্রয়াত মনাফ মিয়ার স্ত্রী তাজিরুন বেগম এর সাথে ভাসুর সত্তার মিয়ার সাথে জমিজমা নিয়ে পূর্ববিরোধ চলমান রয়েছে। ইতিপূর্বেও স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরও গত ২৯ সেপ্টেম্বর সকালে তাজিরুন বেগমের উঠানে মাটি খনন শুরু করেন সত্তার মিয়া। এসময়ে কারন জানতে চাইলে সত্তার মিয়া ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করেন। 

অভিযোগ করে তাজিরুন বেগম বলেন, আমি গরীব, অসহায় মহিলা। সত্তার মিয়া সম্পর্কে আমার ভাসুর হলেও আমার স্বামীর মৃত্যুর পর থেকে নানাভাবে আমার সাথে অত্যাচার করে আসছেন। আমাদের যাতায়াতের রাস্তাটিও বন্ধ রেখেছেন। আমার স্কুল পড়ুয়া মেয়েটি কাঁদাপানি দিয়ে বেরিয়ে রাস্তায় উঠে স্কুলে যেতে হয়। 

২৯ সেপ্টেম্বর উঠানে মাটি খননের বিষয় জানতে চাইলে হুমকি ধামকি দিয়ে বলেন আমাকেসহ আমার পরিবার সদস্যদের সুযোগমতো পেলে প্রাণে হত্যা করবেন। তার এহেন কর্মকান্ডে আমি নিরাপত্তাহীনতার কারনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

তবে অভিযোগ বিষয়ে সত্তার মিয়া বলেন, আমার অংশে আমি মাটি কেটেছি। তাছাড়া কাউকে হুমকি ধামকিও দেইনি।    

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক বলেন, সরেজমিনে তদন্ত করে সত্তার মিয়ার কার্যক্রম বন্ধ রাখতে বলেছি। কাগজপত্র যাচাই বাছাই করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত