বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
‘আশুলিয়ায় শ্রমিক হত্যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:২৭ PM
আশুলিয়ায় শ্রমিক হত্যা গণ-অভু্যত্থানের আকাঙ্ক্ষা বিরোধী জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে অধ্যাপক আনু মুহাম্মদ এ বিবৃতি দিয়েছেন। শ্রমিক হত্যার এই ঘটনায় গণতান্ত্রিক অধিকার কমিটি তীব্র প্রতিবাদ জানাচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, অতিসম্প্রতি প্রধান উপদেষ্টা শ্রমিক আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন এবং শ্রমিকের বাস্তবসম্মত দাবিগুলোকে এড়িয়ে গিয়ে শ্রমিকের আন্দোলনকে দমন করতে নানা পদক্ষেপ নিচ্ছে। শ্রম মন্ত্রণালয় মালিক এবং শ্রমিক প্রতিনিধির সাথে দফায় দফায় মিটিং করছে এবং কিছু চুক্তিনামাও তারা প্রচার করেছে। কিন্তু বাস্তবে আন্দোলনরত শ্রমিকদের দায়দায়িত্ব তারা নিচ্ছে না।

এতে আরও বলা হয়, শিল্পাঞ্চল আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় যৌথবাহিনীর সদস্যদের বুলেটের আঘাতেগত ৩০ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে কাউসার খান নামক একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও চার জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন, অর্ধশতাধিক আহত হয়েছেন। কাউসার খান ম্যাঙ্গোটেক্স লিমিটেডের অপারেটর ছিলেন। শ্রমিক হত্যার এই ঘটনায় গণতান্ত্রিক অধিকার কমিটি তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত