মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
পিরোজপুরে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৩:৫৬ PM
পিরোজপুরের মাছিমপুরের একটি বাসা থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পিরোজপুরের থানা ও ডিবি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের থানা ও ডিবি পুলিশের যৌথ টিম বুধবার বেলা ১১ টায় শহরের মাছিমপুর বলাকা ক্লাব রোডের একটি বাড়িতে অভিযান চালায়। 

এ সময় পুলিশ সেখান থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সী রমজান সেখান থেকে পালিয়ে যায়। 

সম্মেলনে জানানো হয়, ফেন্সী রমজান দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা   প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত