শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
বাগেরহাটে সিভিল সার্জনের “জয় বাংলা” শ্লোগান দিয়ে ক্যাম্পেইন শুরু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫:২২ PM
বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে জেলা প্রশাসকের সম্মুখে “জয় বাংলা” শ্লোগান দিয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন শুরু করা হয়। 

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান , সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ ও জেলা প্রশাসক পত্নী ডাঃ ইসরাত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান সদর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুল জামান প্রমুখ বক্ততা করেন।

বক্ততায় বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন “জয় বাংলা” শ্লোগান দিয়ে ক্যান্সার টিকার ক্যাম্পেইন উদ্বোধন করেন। ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীরকে এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান।

এই উদ্বোধনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগেরহাটের রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারন ব্যক্তিবর্গের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত