কোনাবাড়ীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সনজিৎ মন্ডল (৩৮)। তিনি উপজেলার দেওয়ালিয়াবাড়ী এলাকার বাসিন্দা। জুয়েলারি ব্যবসার পাশাপাশি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের এক এজেন্ট হিসেবে ব্যবসা করতেন তিনি।
গাজীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডলকে (৩৮) কুপিয়ে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় তারা ওই এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ী কলেজ গেইট স্কুল মার্কেটে সনজিৎ মন্ডলের সাথী জুয়েলার্স নামে একটি দোকান রয়েছে। ওই দোকানে জুয়েলারি ব্যবসার পাশাপাশি তিনি বিকাশের ব্যবসাও করতেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। দোকান বন্ধ করে কলেজ গেইট আসা মাত্রই হঠাৎ করে দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং তাকে ছুরিকাঘাত করে আহত করে।
এসময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৫ ভরি স্বর্ণ ও বিকাশের লেনদেনের নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় সনজিতের চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ব্যবসায়ী সনজিৎ মন্ডলকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
জিএমপির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ‘‘ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশ ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।”