প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদলের একটি গ্রুপ দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়কসহ পাঁচ জনকে কুপিয়ে আহত করেছে। চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও সহকর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, ঘটনার নেপথ্যে রাইসার বিলে মাছ ধরা।
আহতরা হলেন- দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান জনি (৩৫), উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজানুর রহমান সবুজ (৩৪), যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া (৪০), মোস্তাফিজির রহমান সুমন (৩৫) ও সেলিম (২৬)।
গুরুতর আহত মাহফুজুর রহমান জনি বলেন, দুপুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতা-কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ছাত্রদলের একটি গ্রুপ তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে পাঁচ জনকে আহত করে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজন জানান, আমাদের তথ্য ও গবেষণা সম্পাদক শাহাবাজ হোসেন টিঙ্কু কুড়ালগাছি রাইসার বিলে মাছ ধরতে যান। এসময় দামুড়হুদা যুবদলের নেতা মাহফুজুর রহমান জনি ও ছাত্রদলের নেতা আফজানুর রহমান সবুজ তাদের মারধর করে তাড়িয়ে দেয়। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।