বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
টিএসসিতে শেখ হাসিনাকে ‘প্রতীকী ফাঁসি’ দিয়েছে ছাত্রজনতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:২৭ PM আপডেট: ০৪.১১.২০২৪ ৮:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সম্পাদক ওবায়দুল কাদের, জাপা চেয়ারম্যান জি এম কাদেরসহ কয়েকজন নেতার প্রতীকী ফাঁসির আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর পায়রা চত্বরে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী নেতা ওবায়দুল কাদের, জাসদের নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির জি এম কাদেরের প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে। 

আজ সোমবার (৪ নভেম্বর) ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে ‘ছাত্র-জনতার ফাঁসির মঞ্চ’ করে তাদের প্রতীকী ফাঁসি দেওয়া হয়। টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার উপস্থিতিতে প্রতিকী ফাঁসি কার্যকর করা হয়। 

ফাঁসি কার্যকর করার পূর্বে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ পা হারিয়েছে, হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। ভাই তার বোন হারিয়েছে, পিতা তার সন্তান হারিয়েছে, মা তার ছেলেকে হারিয়েছে, তারা কি কেউ কখনো ফিরে আসবে? তাহলে আওয়ামী লীগ কোন যুক্তিতে ফিরে আসতে পারে?’ 

তিনি আরও বলেন, ‘যেসব আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এই গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেঈমানি করব না। করতে পারি না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত