বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
টঙ্গীতে ছাত্রদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:২৪ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষার্থীদের মাঝে পৌছে দিতে ও আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্রদল।  সোমবার (৪ নভেম্বর) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর।

এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর  নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছে। তারা চাঁদাবাজি,টেন্ডারবাজি দখলদারিত্ব, হত্যার রাজনীতি করেছে। এই ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা ,নিয়মিত খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, শিক্ষা সফরের আয়োজন করাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন ,সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত