ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনে আসনে বসাকে কেন্দ্র করে নারী যাত্রীর ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া রেল স্টেশনে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেন আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ভাঙ্গার পুখুরিয়া ট্রেন স্টেশনে আসার পর বহিরাগত কয়েকজন ব্যক্তি ট্রেনের কামরায় উঠে এক নারীকে (৪৫) পায়ের স্যান্ডেল দিয়ে উপর্যুপরি পিটাতে থাকে।
রেল পুলিশ ও রেলের লোকজন হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে বহিরাগতদের ট্রেন থেকে নামিয়ে দেয়। এ সময় আক্রমণের শিকার নারী তার মুখের আঘাতের চিহ্ন দেখিয়ে বলতে থাকেন, ‘দেখেন এরা আমারে কী করেছে!’
ভাইরাল ঐ ভিডিওতে ওই নারীর কপাল কেটে যাওয়ার চিহ্ন দেখা যায়। পাশে থাকা ওই নারীর মেয়ে (২২) রেলের জানালা দিয়ে মুখ বের করে রেলের লোকজনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে চিৎকার করে বলতে থাকেন, ‘রেলের টিটি কী করেন? কেন আমাদের সিট অন্যকে ছেড়ে দিতে হবে? উনি কেন বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা করল? টিটি ও পুলিশ কিছুই বলল না।’
জানা যায়, ফরিদপুর থেকে এক ব্যক্তি আজ মঙ্গলবার স্ত্রীসহ নকশীকাঁথা কমিউটার ট্রেনে ওঠে। এরপর রাজবাড়ী থেকে আসা এক নারী ও তার মেয়েকে চেপে বসে ফরিদপুর থেকে ওঠা নারীকে সিটে জায়গা করে দিতে বলেন একজন। এতে আগে থেকে বসা নারী ও তার মেয়ে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হতে থাকে।
এক পর্যায়ে ফরিদপুর থেকে ওঠা ওই ব্যক্তি পুখুরিয়া এলাকার কিছু লোককে কল দেন। এরপর ট্রেনটি পুখুরিয়া স্টেশনে থামলেই ৪/৫ জন বহিরাগত ট্রেনে উঠে রাজবাড়ী থেকে আসা ওই নারীর ওপর হামলা করে।