বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
পটুয়াখালী‌তে হৃদয় তরুয়া চত্বরের উ‌দ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:২৪ PM
বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নে নিহত চট্টগ্রা‌ম বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী হৃদয় তরুয়ার না‌মে পটুয়াখালীর ঝাউবাগান চত্ত্ব‌রে "হৃদয় তরুয়া চত্ত্বর" নাম করনের আনুষ্ঠা‌নিকভা‌বে উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। 

বৃহস্প‌তিবার বিকা‌লে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এ‌টি উ‌দ্বোধন ক‌রেন। 

এসময় শিক্ষার্থী সাগর জানান, সকল শহীদ‌দের প্রতীক হিসা‌বে আমরা তা‌দের স্মরণ কর‌তে ঝাউবাগানের এই চত্ত্বর‌কে হৃদয় তরুয়া চত্ত্বর উ‌দ্বোধন করলাম। সকল রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ‌সহ সক‌লের কা‌ছে আহবান, হৃদয় তরুয়ার আত্মার শা‌ন্তি কামনায় এবং তার স্মৃ‌তি ধারণ কর‌তে অন্তত এই চত্ব‌রে যেন কেউ কোন ধর‌নের পোষ্টার ব‌্যানার ফেষ্টুন না লাগা‌নো হয়।

অনুষ্ঠানে হৃদয় তরুয়ার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বাবা রতন তরুয়া। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও উপসচিব জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিবুল আলম। এছাড়াও, সেনাবাহিনীর মেজর সামিউল এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাইনুল হাসান উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সদর থানার সভাপতি ‌মোঃ কামাল হোসেন এবং ছাত্র প্রতিনিধিদের ম‌ধ্যে তোফাজ্জেল হোসেন, মো: সজিবুল ইসলাম সালমান, রিফায়েত কবির খান, সাগর চৌধুরী, আবু রাইয়ান মো. সাকের, নাজমুল হক সাধীন, মো: সাফায়েত সাফী প্রমুখ।

অনুষ্ঠানে হৃদয় তরুয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তার সাহসী ভূমিকা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন তার বক্তব্যে বলেন, হৃদয় তরুয়ার স্মরণে এই চত্তর তার সাহসী আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে চিরকাল আমাদের সামনে থাকবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এই বিশেষ চত্তর নির্মাণের মাধ্যমে হৃদয় তরুয়ার স্বপ্ন এবং লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন উপস্থিত সকলেই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত