বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনজনের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:২৩ PM
ফেরি পারাপারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী।

৬ নভেম্বর (বুধবার) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাহিদ আহমেদ।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডল পাড়ার মো. শহিদ প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন প্রামাণিক (৩১), কিয়ামদ্দিন মেম্বার পাড়ার মো. তারক আলী খাঁর ছেলে মো. এলাহী খাঁ (৩১) ও শাহদাত মেম্বার পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭) কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের নির্দেশনায় বুধবার রাত সাড়ে ১১ টা থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পরিবহন থেকে ফেরি পারাপারের ভাড়া নেয়ার অপরাধে তিনজনকে আটক করা হয়। আটক তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।আটক ব্যক্তিরা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে স্বীকার করেন।'

অভিযানে রাজবাড়ী সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্য এবং বিআইডব্লিউটিএ-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। '

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত