ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শোডাউন করে বিএনপি ও দলীয় অংগ সংগঠন সমূহের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে অংশগ্রহণ করে।
পরে উপজেলা সদর হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন, কমলনগর উপজেলা যুগ্ম আহবায়ক মো. দিদার উদ্দিন, সদস্য সচিব মো. নুরুল হুদা চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।