পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় নব নির্বাচিত জেলা আমির এড নাজমুল আহসানের শপথ গ্রহণের মধ্যে দিয়ে দায়িত্বভার গ্রহণ করছেন।
শনিবার বেলা ১১টায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহর সঞ্চালনায় বিদায়ী জেলা আমির অধ্যাপক মুহম্মদ শাহআলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্যরা বক্তব্য রাখেন।
পরে নতুন জেলা কর্মপরিষদ সদস্য নির্বাচনে সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন রুকন বৃন্দ।