বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
চার মাস ধরে বন্ধ বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১:১৬ PM আপডেট: ১১.১১.২০২৪ ২:১০ PM
স্বামী পরিত্যক্তা ৭২ বছর বয়স্ক বেলা বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা। এই নারী গত চার মাস ধরে বয়স্ক ভাতা পান না। কেন পান না তার কারণ জানেন না তিনি।

একই জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের প্রতিবন্ধী কিশোর মেহেদী হাসান। বয়স ১৯ বছর। তিনিও চার মাস ধরে পাচ্ছেন না প্রতিবন্ধী ভাতা। কেন চার মাস ধরে ভাতা পাচ্ছেন না তার কারণ তিনিও জানেন না বলে বারবার খোঁজ নেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দফতরে আসেন।

শুধু বেলা বেগম বা মেহেদি হাসানই নয়, প্রতিদিনই শত শত মানুষ ভাতার খবর নিতে আসেন নিজ নিজ স্থানীয় চেয়ারম্যানের দফতরে। কোনও সদুত্তর না পেয়ে তারা বাড়ি ফেরেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘ চার মাস ভাতার টাকা না পেয়ে তারা কষ্টে আছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।  

রাজধানীর ঢাকার দুটি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের দফতরে ভিড় করছেন ভাতাভোগীরা। সম্প্রতি ওয়ার্ড কাউন্সিলের দফতর থেকে সুবিধাভোগীদের কার্ড ও জাতীয় পরিচয়পত্রসহ কাউন্সিলরের দফতরে হাজির হতে নোটিশ ও মাইকিং করা হয়েছে। সুবিধাভোগীদের বেশিভাগই নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ে হাজিরও হয়েছেন। কিন্তু কী কারণে হাজির হতে নোটিশ করা হয়েছে তা তারা জানেন না। তারা ভাতা না পেয়ে ফিরে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।  

জানা গেছে, সাধারণত প্রতি অর্থবছরের প্রথম তিনমাসের ভাতা একসঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হয়। সারা দেশের ১ কোটি ২১ লাখ উপকারভোগী এই ভাতা পেয়ে থাকেন। কিন্তু এবার এখন পর্যন্ত কেউ ভাতা পাননি।

ভাতাভোগীর তালিকা নির্ধারণে যে নীতিমালা তাতে বলা হয়েছে, প্রতিটি ভাতা কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে কমিটি রয়েছে। কমিটিতে জনপ্রতিনিধিকে সভাপতি হিসেবে রাখা হয়েছে। চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পরিবর্তনের পরে অনেক স্থানীয় সরকার প্রতিনিধি অনুপস্থিত রয়েছেন। 

অনেকেই রাজনৈতিক কারণে মামলায় পড়েছেন, আবার কেউবা একই কারণে পলাতক রয়েছেন। ফলে জটিলতা তৈরি হয়েছে সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যক্রমের আওতায় ভাতা দেওয়ার ক্ষেত্রে। কবে নাগাদ এই জটিলতা কাটবে তা জানেন না কেউই।

ভুক্তভোগীরা জানিয়েছেন, এবার সময়মতো ভাতা না পাওয়ার কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার নেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপকারভোগীদের ভাতা বন্ধ করে দিয়েছে। কিন্তু সমাজসেবা অধিদফতর বলছে, ভাতা বন্ধ করে দেওয়ার তথ্যটি সঠিক নয়। উপকারভোগীদের তালিকা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রান্তিকের ভাতা ছাড় করা হবে। চলতি নভেম্বরের মধ্যে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদফতরের সূত্র।

রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ১নং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়েনউদ্দিন মিয়া জানিয়েছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যক্রমের আওতায় যারা ভাতা পেতেন তারা প্রতিনিয়তই খোজ-খবর নিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। কিন্তু আমরা তাদের কোনও উত্তর দিতে পারছি না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত