ছাত্রজনতার আন্দোলনে নিজের স্বামীকে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে আশুলিয়ার এক নারীর বিরুদ্ধে।
জীবিত স্বামী আল আমিনকে বেঁচে থাকার জবানবন্দি দিতে থানা থেকে পাঠানো হয়েছে আদালতে। মামলার বাদীকে গ্রেপ্তারের পর সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিগত সরকারের পতনের পর গত ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে গুলিতে মারা যান কুলসুম বেগমের স্বামী যান আল আমিন- এমনটি দাবি করে গত ২৪ অক্টোবর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম। আসামি করা হয় শেখ হাসিনাসহ ১৩০ জনকে।
আদালতের নির্দেশে গত ৮ নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা। বিষয়টি জানার পর গ্রামের বাড়ি সিলেটে থাকাকালীন দক্ষিণ সুরমা থানায় জিডি করেন আল আমিন। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে পুলিশ। সেই মামলায় আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয় আল আমিনকে।
আল আমিন বলেন, ‘আমার ওয়াইফ মামলা করেছেন ওনাদের নামে যে আমি ৫ আগস্ট আন্দোলনে মারা গেছি। এমনকি সে মানুষের কাছ থেকে টাকাও নিচ্ছে। যে টাকা দিচ্ছে তার নাম মামলা থেকে তুলে নেওয়া হচ্ছে।’
শেখ হাসিনা ছাড়াও আসামির তালিকায় আছেন আশুলিয়ার আইকন পাবলিক স্কুলের পরিচালক রাজু আহমেদসহ তার পরিবারের একাধিক সদস্য। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে মামলায় আসামী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল গফুর মিয়া বলেন, ‘আমি আশুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে।’
আরেক আসামি রাজু আহমেদ বলেন, ‘এই মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আন্দোলনের সাথে বা রাজনৈতিক ইস্যুর সাথে। আমি বা আমার পরিবার কেউই এসবের সাথে ছিলাম না।’
আইনজীবীরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করলে বাদী ও সাক্ষীদের জেল-জরিমানার বিধান রয়েছে। তবে যথাযথ তদন্তের মাধ্যমে এ ধরণের মামলা থেকে রেহাই পেতে পারে সাধারণ মানুষ।