শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
পরীক্ষায় ফেল করায় স্কুলে হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০:৩৭ AM আপডেট: ১৭.১১.২০২৪ ১০:৪০ AM
চীনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) চীনের ইয়িংশি প্রদেশের একটি কারিগরি স্কুলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ২১ বছরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ওই ছাত্রের এ বছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। একারণে ক্ষিপ্ত হয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রসঙ্গত, চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেও ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক মাসে দেশটিতে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে। অক্টোবর মাসে শাংহাইতে একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তি তিনজনকে হত্যা করেন। তবে এক সঙ্গে ৮ জনের মৃত্যুর ঘটনা বিরল।

বাবু/সি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত