রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
বিসিকের ৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শিল্প উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:০৭ PM
আজ (২৬ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের  উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিসিক প্লাস্টিক শিল্প নগরী ও বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন সিনিয়র সচিব  জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান  আশরাফ উদ্দীন আহাম্মদ খান।

এই সফরের মূল উদ্দেশ্য ছিল চলমান ৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা প্রদান করা। বিসিকের প্রকল্প ৩টি বাস্তবায়িত হলে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল গোডাউনসমূহ, প্লাস্টিক কারখানাসমূহ এবং আরামবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মুদ্রণ শিল্পসমূহ পরিবেশবান্ধব নিরাপদ স্থানে স্থানান্তরিত করা সম্ভব হবে। এছাড়াও এই ৩টি শিল্প খাতে নিয়োজিত উদ্যোক্তাদের কর্ম পরিবেশ উন্নত হবে, দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান তৈরি হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিসিকের পরিচালক, বিসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, প্রকল্পের প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সফর শেষে,  উপদেষ্টা আদিলুর রহমান খান  গুণগতমান বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্প ৩টি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং শিল্প খাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রকল্প ৩টি বাস্তবায়িত হলে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া, সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান  আশরাফ উদ্দীন আহাম্মদ খান স্থানীয় শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা এবং সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সফরটি কেমিক্যাল, প্লাস্টিক এবং মুদ্রণ খাতের উদ্যোক্তাদের ভবিষ্যত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত