বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
মোল্লা কলেজে হচ্ছে না পেট্রোবাংলার লিখিত পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:০০ PM
রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ২৯ নভেম্বরের পেট্রোবাংলার লিখিত পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রোবাংলা এবং এর অধীন কোম্পানিগুলোতে কেন্দ্রীয়ভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক চাকরি প্রার্থীদের আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠাতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হলো।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পরিবর্তে পরীক্ষাটি ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ (আজিমপুর) ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীদের নতুনভাবে জারি করা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে। এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইট থেকে নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে জারি করা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করেছে পেট্রোবাংলা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত