বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
চাঁদা না পেয়ে আ.লীগ সমর্থককে পিটিয়ে হত্যা করলো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭:১১ PM আপডেট: ২৮.১১.২০২৪ ৮:৪৩ PM
পিরোজপুরে আওয়ামী লীগ সমর্থন করা এবং দাবি করা চাঁদা না দেওয়ায় কামাল হোসেন চৌকিদার নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের কর্মীদের বিরুদ্ধে। 

আহত কামাল রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঠবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

জানা যায়, গত ২৩ নভেম্বর মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামে নিজ বাড়ি থেকে প্রবাসী কামাল হোসেনকে তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়। নিহত কামাল ওই গ্রামের মৃত. মো. রুস্তুম হাওলাদারের ছেলে।

নিহতের বোন ফরিদা বেগম জানান, আওয়ামী লীগ করার অপবাদ দিয়ে ২ লাখ টাকা চাঁদার দাবিতে গত ২৩ নভেম্বর কামাল হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে সাপলেজা মাছ বাজারে পিটিয়ে গুরুতর আহত করে বিএনপি ও যুবদলের কর্মী-সমর্থকরা। পরে কাগজে জোর-জবরদস্তি করে স্বাক্ষর নেওয়া হয়। 

এ ঘটনায় আহত কামাল নিজেই ২৫ নভেম্বর শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মো. রুবেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। হামলার সময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়েও কোনো সাড়া পাননি তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পড়ে লেগেছে।

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ডেকে এনে মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত