মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ২:০৪ PM
ধর্ম অবমাননার অভিযোগ এনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গ্রামে-বাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানোর ঘটনায় সেনাবাহিনী সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে প্রশাসন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু বলেন, আজ (বুধবার) সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। কী পরিমাণ ঘরবাড়িতে ভাঙচুর, হামলা ও লুটপাট করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেটি হিসাব করা হয়নি। তবে কিছু কিছু জায়গায় ভাঙচুর হয়েছে।

গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ মংলারগাও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে (২০) আটক করেছে; যার বিরুদ্ধে আরেকজনের ফেসবুক পোস্টে গিয়ে ধর্মকে অবমাননা করে কমেন্ট করার অভিযোগ তুলেছে ঐ এলাকার স্থানীয় লোকজন।

দোয়ারাবাজারের কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক খোকন রায় বলেন, আমাদের লোকনাথ মন্দিরে ভাঙচুর করা হয়েছে। মন্দিরের মালামাল লুট করা হয়েছে। মন্দিরের অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারে থাকা হিন্দু সম্প্রদায়ের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর করা হয়েছে।
তিনি বলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরু দে’র বাড়ি, পরিবারিক মন্দিরসহ আশপাশের আরও ১০টি বাড়িঘরে লুটপাট করা হয়েছে। এ ছাড়া উপজেলার মংলাগাঁও এবং মনিগাঁও পূর্ব হাঁটিতেও লুটপাট হওয়ার খবর পেয়েছি।

সিলেটে অবস্থানরত মংলারগাঁও গ্রামের এক যুবক বলেন, আমার বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের সিলেটে চলে আসতে বলেছি। আমাদের গ্রামের ১৩০ ঘর রয়েছে; এর মধ্যে বেশিরভাগ ঘরবাড়িতেই হামলা-ভাঙচুর করা হয়েছে। রাস্তার পাশে থাকা দোকানপাটও ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, আতঙ্কে গ্রামের বেশিরভাগ মানুষজন বাড়িঘরে নেই। অন্য স্থানে চলে গেছেন। যারা আছেন, তারা ভয়ে কথাও বলতে পারছেন না, এই হচ্ছে আমাদের অবস্থা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত