মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
বিয়ের আসরে ডাকাত দলের গান-নাচ পরিবেশনা!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৩:০১ PM
বিয়ের আসরে সেজে পাশাপাশি বসে আছেন বর-কনে। পুরো বাড়ি সাজানো। দুই পরিবারের স্বজনরাও হাজির। অপেক্ষা শুধু কলেমা পড়ানো কাজীর জন্য। অথচ কাজীর বদলে মারণাস্ত্র নিয়ে হাজির ডাকাত নেতা শিবলু। 

ডাকাতদের দলে রয়েছে আবার প্রকাশ নামের এক গায়ক। ডাকাত নেতার অনুমতি নিয়ে গান ধরেন সহযোদ্ধা প্রকাশ। গেয়ে ওঠেন- তোমার আমার ভালোবাসা বন্ধু লজেনের মতো/ তুমি চুইয়া চুইয়া খাইয়োগো বন্ধু মনে লয় যত/ কামড়াইয়া খাইয়ো না বন্ধু হাভাইত্তার মতো... এরপর ঘটতে থাকে নানান রোমাঞ্চকর ঘটনা। একটা সময় বর ভয় পেলেও কনে মঞ্চ থেকে নেমে নাচতে শুরু করেন ডাকাতদের গানের তালে! 
এমনই এক মজার ও থ্রিলার ঘরানার গানচিত্র নির্মাণ করেছেন ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু। যাতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘সাদা সাদা কালা কালা’ খ্যাত শিবুল। সঙ্গে ছিলেন গায়ক প্রকাশ কুমার বণিক। গতকাল (৫ ডিসেম্বর) রাতে ‘ভালোবাসো যতো মনে লয়’ নামে সিনেমার মতো এই গানচিত্রটি প্রকাশ করেছে গানচিল মিউজিক। প্রকাশের পর থেকে মিলছে শ্রোতা-দর্শকদের কাছ থেকে মুগ্ধ-বার্তা।

‘ভালোবাসো যতো মনে লয়’ গানচিত্রের সুরকার ও গায়ক প্রকাশ কুমার বণিক বলেন, ‘লিখেছি। সুর করেছি। গেয়েছি। আবার অভিনয়ও করেছি। অথচ এতকিছুর যোগ্য নই আমি। এরজন্য কৃতজ্ঞ গানচিল মিউজিকসহ গানটির সঙ্গে যুক্ত সবার প্রতি। আমি মনে করি, এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ।’  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত