মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
এমন কিছু ঘটেছে যেটা বলার মতো স্মৃতি নয় : স্বস্তিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ২:৫১ PM
ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিনয়জগতে মডেল হিসেবে যাত্রা শুরু করেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। যেভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে স্বস্তিকা দত্ত বলেন, ‘গত বছর একদিকে ওটিটি-তে আমার সিরিজ চলছে। আর অন্য দিকে বড় পর্দায় টিকিট কেটে মানুষ সিনেমা দেখতে গেছে। অভিনেতা হিসেবে যেমনটা আমার ক্যারিয়ারে প্রথম বার হয়েছিল।’

‘পাশাপাশি ক্যারিয়ারে প্রায় এক যুগ ফের বাংলার এক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এগুলো সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতি। আর গত বছর এমন কিছু ঘটেছে যেটা বলার মত স্মৃতি নয়, যেটা আমরা সবাই জানি। আরজি করের ঘটনার এই স্মৃতিটা না হলেই হতো ২০২৪-এ।’

এরপর তিনি বলেন, ‘আমার মনে হয়, যে অনেক ভিন্ন ধরনের চরিত্রে কাজ হয়ে গেছে। এবার একটু ভালো চরিত্রেও কাজ করা উচিত। খুব একটা চুজি আমি নই। তেমনটা হলে অপেক্ষা করতাম কোনোদিন বড় কোনও তারকার বিপরীতে কমার্শিয়াল ছবিতে কাজ করার সুযোগ পাব। সেই অপেক্ষায় আমি একদমই ছিলাম না। আর ছিলাম না বলেই আমি এত ডিরেক্টরের সঙ্গে এত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরেছি। তবে এবার একটু ভালো চরিত্রের খোঁজ করব।’

তার কথায়, ‘জিমটা রেগুলার যাব। সকালে জিমে না যেতে পারলে আর সারাদিনে তেমন ইচ্ছে করে না যেতে। মাঝেমধ্যে বিকেলে গেলেও সেটা রেগুলার হতো না। আর এবার ডিকশনারিতে না শব্দটা আনতে হবে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত