নীলফামারীতে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে কনসার্টের মঞ্চ ভাঙচুর

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
নীলফামারীতে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে কনসার্টের মঞ্চ ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:২৩ PM আপডেট: ০৯.০১.২০২৫ ১১:২৫ AM (Visit: 395)

নীলফামারীতে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ শ্লোগান দিয়ে কনসার্টের মঞ্চ ভাঙচুর করছেন স্থানীয় যুকবরা। গত রোববার রাতে সদর উপজেলার বাবরীঝাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। 

আয়োজক কমিটির দাবি, ইউপি চেয়ারম্যানের জাহাঙ্গীর আলম শাহ্ ফকির নির্দেশে এ হামলা চালানো হয়েছে। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, রোববার রাতে বিদ্যালয় মাঠে কনসার্টের আয়োজন করে স্থানীয় যুবকরা। এতে স্থানীয় কণ্ঠ ও নৃত্যশিল্পী ছাড়াও রংপুরের শিল্পীদের অংশ নেওয়ার কথা ছিল। খবর পেয়ে স্থানীয় তৌহিদী জনতা গান বাজনার বিরুদ্ধে সন্ধ্যা থেকেই গর্জে উঠেন। প্রথমে আয়োজকদের কনসার্ট বন্ধ করতে বলেন। তারা কথা না শুনলে স্থানীয়রা একজোট হয়ে লাঠিসোটা নিয়ে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মঞ্চ ভাঙচুর করেন। পরে বন্ধ হয়ে যায় কনসার্ট।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন জানান, মাঠটি বিদ্যালয়ের হলেও ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও মাঠের পাশেই রয়েছে মসজিদ। ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে এমন অশ্লীল নাচ-গানের অনুষ্ঠানের আয়োজন করায় রুখে দিয়েছেন তাঁরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

আয়োজক কমিটির সদস্য বাসু ইসলামের ভাষ্য, প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছিল। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ্ ফকির ও তার লোকজন মঞ্চ ভাঙচুর করে কনসার্ট পণ্ড করে দেয়। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার সাউন্ড সিস্টেমসহ অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

নীলফামারী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, কনসার্টের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। তবে সংঘাতের হওয়ার সম্ভাবনা থাকলে অনুষ্ঠান চালানো যাবে না, এমন কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানকার অবস্থা দেখে কনসার্টটি বন্ধ কর দেয় পুলিশ।

অভিযোগ অস্বীকার করে চাপড়া সরমজানী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ্ ফকির বলেন, ৫ আগস্টের পর তার ইউনিয়নে যেকোনো সংঘাত এড়াতে তিনি সতর্ক রয়েছেন। বিদ্যালয়ে মাঠে কনসার্টটি করলে সংঘাত হতে পারে, এ শঙ্কা থেকে তিনি বন্ধ করতে বলেছিলেন। এসময় তার কথা কেউ রাখেনি। পরে স্থানীয়রা বাধা দিলে পুলিশ এসে কনসার্ট বন্ধ করে দেয়। 







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy