শেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
শেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৯ PM (Visit: 221)

শেরপুরে চলমান সংকট নিরসনে তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই এমন দাবি তুলে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, ব্রিটিশ শাসনের অবসানের প্রায় ৮০ বছর পরও জাতি প্রকৃত স্বাধীনতা পায়নি, কারণ এখনো ব্রিটিশদের রেখে যাওয়া আইন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থা চালু রয়েছে।

তিনি আরও বলেন, সুদভিত্তিক অর্থনীতির কারণে দেশ বিপুল ঋণের বোঝায় জর্জরিত এবং গণতন্ত্রের নামে মানুষ বারবার প্রতারিত হচ্ছে। মানুষের তৈরি এই ব্যবস্থাগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, শেরপুর জেলা সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং জেলা নারী সম্পাদক নুশরাত জাহান শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy