চট্টগ্রামে এক মাসের মধ্যে আরো তিন থানার ওসি পদে রদবদল করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের স্মারকের আলোকে বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ এ বদলির আদেশ দেন।
ওসি বদলি হওয়া তিন থানা হচ্ছে- সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং। আদেশে এ তিন থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তাদের পরিবর্তে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানা, প্রসিকিউশন বিভাগের পরিদর্শক নুর মোহাম্মদ মামুনকে চান্দগাঁও থানায় ও পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খানকে ডবলমুরিং থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন থানার ওসি বদলির অংশ হিসেবে এর আগে গত ৬ ডিসেম্বর সিএমপির ১৬ থানার ওসি পদে রদবদল আনা হয়েছিল। সেই আদেশে ১৬ থানার মধ্যে ১৫ থানার ওসির কর্মস্থল বদল করা হয়েছিল।
সেবার আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, বায়েজিদ বোস্তামী থানার ওসি জসীম উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছিল।
গত সপ্তাহে এই ওসিরা তাদের বদলি করা থানায় যোগদান করেছিলেন। এর মধ্যে তাদের লাইনে সংযুক্ত করে নতুন তিন জনকে স্থলাভিষিক্ত করা হলো।