শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং এর নিমিত্তে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ওজনে কারচুপি, দইয়ে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষনসহ বিভিন্ন অপরাধে শুভ সাহা (২৭) নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।