সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
সোমবার ২৮ এপ্রিল ২০২৫
খুলনায় নির্মাণাধীন ভবণ থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৬:৩২ PM
খুলনা নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে আফজ উদ্দিন (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০ টার দিকে নগরীর টিভি ক্রস রোড ডা. আহসান আলীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

মৃত আফাজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নগরীর টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা চিকিৎসক আহসান আলীর নির্মাণাধীন ৩ তলা ভবণে রাজ মিস্ত্রির কাজ করছিল আফাজ উদ্দিন। কাজ করার সময়ে অসাবধনাতাবসত তিন তলা ভবণ থেকে পড়ে গিয়ে আফাজ বুকে ও মাথায় গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় ও তার সহযোগীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় পৌনে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত