খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আফজ উদ্দিন (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর টিভি ক্রস রোড এলাকার ডা. আহসান আলীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
মৃত আফাজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা চিকিৎসক আহসান আলীর নির্মাণাধীন ৩ তলা ভবনে রাজ মিস্ত্রির কাজ করছিল আফাজ উদ্দিন। কাজ করার সময়ে অসাবধানতাবশত তিন তলা ভবন থেকে পড়ে গিয়ে আফাজ বুকে ও মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় ও তার সহকর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।