মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
একজন গোলাম মোর্শেদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:০৮ PM আপডেট: ১৭.০৪.২০২৫ ১১:৩৫ PM
গোলাম মোর্শেদ দেশের অন্যতম একজন গীতিকার। ৯০ এর দশকে যার লেখা গানে কণ্ঠ দিয়েছিলেন দেশের প্রথম সারির শিল্পীরা। এই গীতিকারের লেখা গানের সুর করেছিলেন বিখ্যাত শিল্পী/সুরকার লাকি আখন্দ।

নন্দিত এই গীতিকারকে নিয়ে এবার নির্মিত হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘একজন গোলাম মোর্শেদ’। পরিচালনা করেছেন বিনু মাহবুবা ও তারেক মাহাদি। বিভ্রম ভিজ্যুয়াল এর ব্যানারে নির্মিত তথ্যচিত্রটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

তথ্যচিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগীত জগতে বিশেষ করে আধুনিক গানের ক্ষেত্রে গানের রচয়িতা এবং সুরকার যারা, সাধারণত তারা অন্তরালেই থেকে যান (বেশির ভাগ সময়)। সম্ভবত প্রথম একজন গীতিকারকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র।

উল্লেখ্য, তার এই দীর্ঘ যাত্রায় তিনি দেশের যেসকল কিংবদন্তি শিল্পীদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম ফিরোজ সাই, আজম খান, লাকি আখন্দ, শুভির নন্দী, আব্দুল হাদী, খুরশিদ আলম, আবিদা সুলতানা, রফিকুল আলম, আপেল মাহমুদ এবং ফেরদৌস ওয়াহিদের লাইভ পারফর্মেন্সের পাশাপাশি স্টুডিও রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। এছাড়া তিনি অসাধারণ ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু, মেহরীন এবং শুভর সাথে তাদের কর্ম পরিকল্পনা কার্যক্রমের অংশ হিসেবে অসংখ্য বছর ধরে কাজ করেছেন।

সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে, তিনি ব্যান্ড অফ ব্রাদার্স বিওবি নামে একটি ব্যান্ড তৈরি করেন। এই ব্যান্ডের লাইনআপ হল - ফোয়াদ নাসের বাবু (কণ্ঠশিল্পী, কীবোর্ড বাদক, গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার)। লাবু রহমান (কণ্ঠশিল্পী, লিড গিটার বাদক, গীতিকার, সুরকার), আলী সুমন (কণ্ঠশিল্পী, অ্যাকোস্টিক গিটার বাদক), মোরশেদ খান (বেজ গিটার বাদক, সুরকার), ফজলুল হক মন্টু (ড্রামার), আশফাকুল বারী রুমন (কণ্ঠশিল্পী, লিড গিটার বাদক, গীতিকার, সুরকার), তানবীর দাউদ রনি (কণ্ঠশিল্পী, কীবোর্ড বাদক) এবং সুজন আরিফ (কণ্ঠশিল্পী)।

তিনি টেলিভিশন চ্যানেলগুলিতে নিয়মিত অনুষ্ঠান পরিবেশন করেন, বিশেষ করে মাছরাঙা টিভিতে মাছরাঙা আনপ্লাগড এবং এসএ টিভিতে ফোক বক্স নামের অনুষ্ঠানে। এছাড়া, তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুক্তিযুদ্ধের ২৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তি শিল্পীদের সাথে  অংশ নেন।

তিনি ২০১৪ সালে আরটিভি স্টার পুরস্কার এবং ২০২৪ সালে মিরপুরের সঙ্গীত সমিতি থেকে বাংলাদেশের সেরা বেজ গিটারিস্ট পুরস্কার লাভ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত