শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
প্রবৃদ্ধি আরও কমে ৩.৩ শতাংশে নামার আভাস বিশ্ব ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:০৭ PM আপডেট: ২৩.০৪.২০২৫ ৯:০৬ PM
রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে অস্থিরতার জের এখনও টানছে বাংলাদেশের অর্থনীতি; বিনিয়োগে খরা আর ব্যবসা-বাণিজ্যে ধীরগতির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে চলতি অর্থবছর শেষে অর্থনৈতিক কার্যক্রমের প্রবৃদ্ধি আরও কমবে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।

কোভিড মহামারীর আগে ২০১০ সাল থেকে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি বজায় রাখা বাংলাদেশে এতটা কম প্রবৃদ্ধি ২০২০ সালের পর থেকে হয়নি। মহামারীকালীন সময়ে ও পরেও জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি ছিল। এর আগে অক্টোবরে প্রবৃদ্ধি ৪ শতাংশ হওয়ার আভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক।

প্রবৃদ্ধি এতটা নিচে নেমে যাওয়ার বিষয়ে সংস্থাটি জুলাই-অগাস্টে সরকার বিরোধী আন্দোলন ও হঠাৎ সরকার পরিবর্তনের কারণে উদ্ভূত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়কে সামনে এনেছে।

উন্নয়ন সহযোগী সংস্থাটি বলছে, আগামী ২০২৫-২৬ অর্থবছর শেষে প্রবৃদ্ধির কিছুটা উন্নতি হবে, তা ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত অক্টোবরের পূর্বাভাসের নিরিখে উভয় অর্থবছরেই আগের পূর্বাভাসগুলো কমানোর কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ শীর্ষক সবশেষ এ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে।

বাংলাদেশে প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে বলা হয়েছে, “প্রাথমিকভাবে গত গ্রীষ্মে সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক উত্তেজনা থেকে উদ্ভূত ‘ব্যাঘাতগুলোর’ প্রভাব পড়েছে। ব্যবসা-বাণিজ্য বিঘ্ন হওয়ার ক্ষেত্রে এর যেমন প্রভাব দেখা গেছে তেমনি মূল্যস্ফীতির স্থায়িত্ব বাড়িয়েছে, ব্যাংক খাতের অবস্থার অবনতি ঘটিয়েছে, সরকারের পরিচালনার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশের রাজনৈতিক ভবিষ্যত কোন দিকে যাবে সেটি নিয়েও সাধারণ অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সবকিছুর প্রতিফলন দেখা যেতে পারে বিনিয়োগ কমার ক্ষেত্রে।”

বিশ্ব ব্যাংকের আগে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯ শতাংশে নামবে বলে ৯ এপ্রিল পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবিও। এর আগে সেপ্টেম্বর সংস্করণে ম্যানিলাভিত্তিক সংস্থাটি চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হওয়ার আভাস দিয়েছিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত