শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
৫ আগস্ট বলেছি ‘আল্লাহর ওয়াস্তে কেউ প্রতিশোধ নেবেন না’: জামায়াত আমির
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:০২ PM
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি দেশে কখনও শান্তি বয়ে আনতে পারে না। এই দেশ আমাদের সবার, এখানে আমরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে থাকতে চাই।’

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াত আয়োজিত কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমাদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। এর অবসান হয়েছে ৫ আগস্ট। ওই রাতেই আমি আমার দলের সকল সহকর্মীকে বলেছি, আল্লাহর ওয়াস্তে কেউ যেন কোনও প্রতিশোধ না নেয়। প্রতিহিংসা কখনও শান্তি আনে না।’

ওবায়দুল কাদেরের একটি পুরনো বক্তব্যের উল্লেখ করে বলেন, ‘তিনি বলেছিলেন সরকারের পতন হলে পাঁচ লাখ লোক হত্যার শিকার হবে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। কারণ প্রতিহিংসা নয়, আমরা শান্তিপূর্ণ পথেই আছি।’

অমুসলিমদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা যদি কখনও জুলুমের শিকার হন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন, আমাদের পাশে রাখুন। জামায়াত সংখ্যালঘুদের পাশে ছিল, আছে, থাকবে।’

তিনি আরও বলেন, ‘অন্যায় করলে মামলা হবে, আইনি প্রক্রিয়ায় বিচার হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।’

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামীর আলী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত