সুনামগঞ্জে নিরাপদ খাদ্য বাস্তবায়নে গনমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করীম।
সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চিত চন্দ্র, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সাংবাদিক সেলিম আহমদ, মাসুম হেলাল, শহীদ নুর জাকির হোসেন, এ আর জুয়েল, বোরহান উদ্দিন, হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি বলেন, খাদ্য গ্রহণ কালে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। ভেজাল ও দুষণমুক্ত নিরাপদ খাদ্যগ্রহণ করতে হবে। সাধারণ মানুষকে সচেতনতামূলক লেখা গণমাধ্যমে বেশী করে প্রচার করতে হবে।