মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বিশ্ববিদ্যালয়ের পুকুরে ছাত্র-ছাত্রীদের একসাথে গোসল, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৪:৩৪ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে একসঙ্গে ছাত্র-ছাত্রীদের গোসলের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পরপর দুই দিন বিজ্ঞপ্তি জারি করে ছাত্র-ছাত্রীদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান সই করা আলাদা দুটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীলদীঘি) ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসলের ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গোসলের ছবি ভাইরাল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীলদিঘি) ছাত্র-ছাত্রী একই সঙ্গে গোসলের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন ছবি ও স্থির চিত্র ভাইরাল হয়, যা বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন বিতর্কিত ঘটনা কাম্য হতে পারে না। প্রিয় বিদ্যাপীঠ এবং কর্মস্থল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা নোবিপ্রবি পরিবারের সব সদস্যের নৈতিক দায়িত্ব। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ‘নীলদিঘি’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের পুকুরটিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত