বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
রাজধানীতে ঋণের চাপে বিধবা নারীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৪:৪২ PM

নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি বাসায় ঋণের ভার সইতে না পেরে নিলুফা বেগম (৪৮) নামে এক বিধবা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিলুফা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতপুরের আসিফ আলীর মেয়ে। তিনি একটি গার্মেন্টসে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই সুমন আলী জানান, আমার বোন গাউছিয়া এলাকায় একটি গার্মেন্টসে কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিল। আমার ভগ্নিপতি বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। ছেলে মেয়েদের নিয়ে অভাব অনটনের মধ্যে তার সংসার চলছিল। এর মধ্যে সে স্থানীয় এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল।এ নিয়ে মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন। গতকাল বিকেলে আমাদের সায়েন্স ল্যাবরেটরি বাসায় বেড়াতে আসে আমার বোন। আজ সকালের দিকে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলে পড়েন । বিষয়টি আমরা জানতে পেরে বাথরুমের দরজা ভেঙে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বোন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত