শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
রাজধানীতে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:২৬ PM
খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার (৩ মে) দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন রায় বলেন, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়া ২নং রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেন্টের খালি জায়গার পানি থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় দাগ দেখা যায়। চোখে কালো দাগ রয়েছে। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই কামরুল ইসলাম বলেন, আমার ভাই নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। তার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ১ তারিখে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। তারপর আর বাসায় ফিরে আসেনি। ফোন দিলেও ফোনে পাওয়া যায়নি। গতকাল ২ তারিখে আমরা খিলগাঁও থানায় জিডি করি। আজ সকালে খবর পাই আমার ভাই যেখানে নিরাপত্তা কর্মীর কাজ করে সেখানে লিফটের বেজমেন্টের পানিতে তার লাশ ভাসছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত