বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় বিএনপির বিক্ষোভ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৬:৫৭ PM
নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ডিমলা উপজেলার নেতাকর্মীরা।

রোববার (০৪ মে) সকাল ১১টায় ডিমলা উপজেলা বিএনপি কার্যালয় হইতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা স্মৃতি অম্লান চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিযন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের আহবাযক বাবু উৎপল কান্তি সিং, সদস্য সচিব জ্যোতি রঞ্জন রায, মহিলা দলের সভা নেত্রী নুর জাহান পারভীনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়রানী করতেই জিয়া পরিবারের অন্যতম সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা দেয়া হয়। তুহিন ভাই জনপ্রিয় একজন মানুষ। এলাকার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। মানুষ তাকে হৃদয়ে গেঁথে রেখেছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন শুরু হবে গোটা জেলায়। তিনি আদালতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত