জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের ২০২৫-২৬ বর্ষের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
২ জুলাই (বুধবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের পেইজ থেকে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ মুস্তাকিম এবং একই সেশনের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মরিয়ম আক্তার তানিয়া (জেনারেল সেক্রেটারি অপারেশন) ও ব্যবস্থাপনা বিভাগের বেলাল হাসান শাওন (জেনারেল সেক্রেটারি স্ট্রাটেজিক) দায়িত্ব পেয়েছেন।
প্রেসিডেন্ট ও দুই সেক্রেটারিসহ মোট ১১ সদস্যের এই কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ফাইজুল ইসলাম নাইম ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন সামিউল ইসলাম, মাহমুদুল হাসান ও সাদিয়া আফরিন সেলভি। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেজাবিন ফারিহা ও উমি সিদ্দিকী। মো. হাবিবুর রহমান ও রিজভী আহমেদকে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মুস্তাকিম বলেন, ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করে আমাদের ক্লাব ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা চাকরি মেলা, বিজনেস কেস কম্পিটিশনসহ বিভিন্ন ধরনের গঠনমূলক ও ব্যতিক্রমধর্মী আয়োজন সফলভাবে সম্পন্ন করেছি।
ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ক্লাবকে আরও সমৃদ্ধ করতে চাই। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখা এবং বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনযোগ্য করে তোলার লক্ষ্যে বড় পরিসরের কার্যক্রম আয়োজনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ সম্পাদক (অপারেশন) মরিয়ম আক্তার তানিয়া বলেন, আমি বিশ্বাস করি, ক্লাবের প্রতি দেওয়া প্রতিটি দায়িত্ব আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারব। ২০২৫-২৬ সালটি হোক আমাদের ক্লাবের জন্য সম্ভাবনা, সাফল্য এবং নতুন অর্জনের বছর।
আমি ক্লাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ— JKKNIU-SDC-কে আরও সুন্দর, আরও সক্রিয় এবং আরও সফলভাবে এগিয়ে নিতে।