রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন নুর ইসলাম (২৪) এবং সামিউর রহমান আলভি (২৭)। এসব হামলায় আহত হয়েছেন আরও চারজন।
প্রথম ঘটনা ঘটে মোহাম্মদপুরের পুলপাড় এলাকায়। ফটোগ্রাফার হিসেবে কাজ করা নুর ইসলাম সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা তার সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুর ইসলামের বড় ভাই উসমান গনি জানান, নুর ইসলাম বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ছবি তোলার কাজ করতেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজন কাঠি গ্রামে হলেও তিনি ঢাকার মোহাম্মদপুরের শংকর বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করতেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে রাত সাড়ে ৭টার দিকে হাজারীবাগের ঝিগাতলা বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে ১৫-২০ জনের একটি কিশোর গ্যাং অতর্কিতভাবে হামলা চালায় সামিউর রহমান আলভি ও তার বন্ধুদের ওপর। আলভি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত হয়েছেন আলভির চার বন্ধু—ইসমাইল, জাকারিয়া, দৃশ্য এবং আশরাফুল। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আহত ইসমাইল জানান, তারা পাঁচ বন্ধু মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই কিশোর গ্যাং তাদের ওপর হামলা চালায়।
নিহত আলভি হাজারীবাগের বিডিআর ৫ নম্বর গেট এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম মশিউর রহমান।
এ দুই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।