সারাদেশে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে এরই মধ্যে ১১ হাজার ৪৪৮টি মামলার সুপারিশ করেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি।
আজ বুধবার (২৮ মে) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কমিটির সভাপতি অধ্যাপক আসিফ নজরুল।
তিনি জানান, এসব মামলা প্রত্যাহার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কমিটি ১৬টি সভা করেছে। কমিটি নিয়মিতভাবে জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রাপ্ত মামলা সংক্রান্ত তালিকা ও কাগজপত্র পর্যালোচনা করে সুপারিশ দিচ্ছে।
আসিফ নজরুল বলেন, ‘কিছু রাজনৈতিক দল মামলা প্রত্যাহার বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করলেও সেটি বস্তুনিষ্ঠ নয়। বরং এই কার্যক্রম এগিয়ে নিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোকেও হয়রানিমূলক মামলার তালিকা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপি ২০২৫ সালের ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চলতি বছরের ২৭ এপ্রিল ১ হাজার ২০০ মামলার তালিকা দিয়েছে। এসব তালিকার মধ্যে অর্ধেক মামলা ইতোমধ্যে কমিটির নিজ উদ্যোগেই সুপারিশভুক্ত হয়েছে।
তবে বাকিগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে কারণ সংশ্লিষ্ট দলগুলো এখনও অনেক মামলার এজাহার ও চার্জশিটের কপি জমা দেয়নি। এদিকে হেফাজতে ইসলাম গত ২০ মে ৪৪টি মামলার তালিকা দিয়েছে, যা দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।