কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিচর ইউনিয়নের ১২ মাইল এলাকায় সোমবার রাতে আল-আমিন জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় দশ কোটি টাকার পাটের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জুটমিল কর্তৃপক্ষ জানায়।
জুট মিলের সহকারী পরিচালক সাদিকুর রহমান জানান, সোমবার রাতের দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে পরে সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস, ভেড়ামারা থানা পুলিশ, স্থানীয় লোকজনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার পাট পুড়ে গেছে।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে যায় এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য পুলিশকে নির্দেশ দিই।
ভেড়ামারা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসেনি নিয়ন্ত্রণের কাজ চলছে এবং আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তদন্ত চলছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আল-আমিন জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেন।