মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
ভূঞাপুরে শিক্ষার্থীদের পুরস্কৃত করল শিক্ষা অধিদপ্তর
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৫২ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করেছে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৮ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদের মধ্যে এসএসসির কৃতি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে এবং এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ ও জাতির জন্য গর্বের বিষয়। সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত