সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
মাছ ব্যবসায়ীর থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতারা গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:২২ PM
আজহারুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ‘কিলার গ্যাং’-এর প্যাডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি ভাইরাল হয়েছে। 

এ ঘটনায় তিন বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে এক অজ্ঞাত ব্যক্তি একটি চিঠি দিয়ে যায়। শুক্রবার সকালে কর্মচারী ওই চিঠি আজাহারুলকে দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাইরাল ওই  চিঠিতে লেখা ছিল, ‘চিঠির কথা যদি কাউকে বলিস বা আইনের আশ্রয় নিস, তাহলে তোর মরদেহ খুঁজে পাবে না। মনে রাখিস, প্রশাসন সব সময় তোর পাশে থাকবে না। পাঁচ লাখ টাকা তোর কাছে কিছু না। এতদিন ব্যবসা করেছিস, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আগামী ৩ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় কাগমারী মাহমুদুল হাসানের বাড়ির সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে করে টাকা রেখে যাস।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করে বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।’ 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত