মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ২১ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫
হত্যার পর পায়ে ইট বেঁধে খালে ডুবিয়ে দেয় খুনিরা
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:২১ PM
পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে রব্বানি বেপারী (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রব্বানি বেপারী দক্ষিণ ভিটাবাড়িয়া ৬ নং ওয়ার্ডের মোঃ মন্টু হাওলাদের পুত্র। 

স্থানীয়রা জানান, সকালে খালে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং পায়ে ইট বাঁধা ছিল, যাতে মরদেহ ভেসে না ওঠে। নিহত রব্বানি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রব্বানির পিতা মন্টু হাওলাদার জানান, রবিবার অনুমান রাত ১০টার দিকে রবিউল, ইলিয়াস, সুদেব ও মিলন তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। নৌ পুলিশে জানানো হয়েছে, আমরা তাদের সহযোগীতা করব এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার অভিযান চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত