রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
রবিবার ১৭ আগস্ট ২০২৫
ডাকাতির সময় নিজের ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:১৪ PM
গজারিয়ায় বাল্কহেডে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ককটেল বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আটক অপর দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ডাকাত দলের হামলায় আহত হয়েছেন দুই গ্রামবাসী।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সংঘবদ্ধ একটি নৌ-ডাকাত দল স্পিডবোট নিয়ে নদীতে নোঙর করে রাখা কয়েকটি বাল্কহেডে ডাকাতির চেষ্টা চালায়। তবে জেলেদের উপস্থিতিতে ব্যর্থ হয়ে তারা ফিরে যায়। আজ শনিবার সকালে ডাকাত দলটি আবারও স্পিডবোট ও একটি ট্রলার নিয়ে ওই এলাকায় আসে। স্থানীয়রা তাদের বাধা দিলে ডাকাতরা আতঙ্ক ছড়াতে ছয় রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে এবং ২-৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ট্রলার থেকে গ্রামবাসীকে লক্ষ্য করে ককটেল ছুড়তে গিয়ে অসাবধানতাবশত একটি ককটেল এক ডাকাতের হাতেই বিস্ফোরিত হয়। এতে তার কব্জি উড়ে যায়।

ট্রলারে থাকা তিনজনকে ধাওয়া করে নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকা থেকে আটক করে জনতা। পরে তাদের গণধোলাই দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত অবস্থায় তিন ডাকাতকে হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হন। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান বলেন, আজ ভোরে ডাকাতরা সোনারগাঁওয়ের আনন্দবাজার এলাকা থেকে একটি জেলেদের ট্রলার ছিনতাই করে। ওই ট্রলার ও স্পিডবোট নিয়ে তারা গজারিয়ার ভাটি বলাকী এলাকায় ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়রা বাধা দিলে ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি ডাকাত সদস্যের হাতেই ককটেল বিস্ফোরিত হয়। তাকেসহ তিনজনকে গণধোলাই দিয়ে জনতা আমাদের হাতে তুলে দিয়েছে। হাসপাতালে নেওয়ার পর এক ডাকাত নিহত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত