সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
২১ বছরের প্রবাস জীবন শেষে ফিরল ইলিয়াছের লাশ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ PM

২১ বছরের প্রবাসী জীবন শেষে নিথর দেহে ফিরে এলেন প্রবাসী ইলিয়াছ মিয়া। স্বপ্ন পূরণের আশায় পরিবারের মুখে হাসি ফোটাতে বহু বছর আগে পাড়ি জমিয়েছিলেন কুয়েত। দেশে ফেরার স্বপ্ন থাকলেও ফিরলেন লাশ হয়ে।

কুয়েতে সড়ক র্দুঘটনায় নিহত ইলিয়াছ মিয়ার (৫৪) মরদেহ সুজাপুর গ্রামের বাড়িতে এসেছে। নিহত ইলিয়াছ লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে। 

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মরদেহ সুজাপুর গ্রামের নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। শেষ বারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে সুজাপুর গ্রামের ঈদগাহ মাঠে ইলিয়াছের নামাজে জানাজা শেষে তাকে সুজাপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০০৪ সালে কুয়েতে পাড়ি জমান ইলিয়াছ মিয়া। র্দীঘ ২১ বছর তিনি কুয়েতে ছিলেন। এই মাসের শেষ দিকে তার বাড়িতে আসার কথা ছিলো। গত বুধবার (১০ সেপ্টেম্বর) বাড়িতে আসার জন্য তিনি একটি কার্ড আনতে কুয়েত বাংলাদেশ দূতাবাস যান। কুয়েত বাংলাদেশ দূতাবাস থেকে কার্ড নিয়ে ফেরার পথে ওই এলাকার ৩০ নাম্বার সড়ক পারাপারের সময় একটি গাড়িতে চাপা পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিভে যায় প্রবাসী ইলিয়াছ মিয়ার জীবন প্রদীপ।

আজ ভোরে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। এরপর সকাল ৮টার দিকে তার মরদেহ সুজাপুর গ্রামের নিজ বাড়িতে এলে শেষ বারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী।

প্রবাসী ইলিয়াছ মিয়ার স্ত্রীর বড় ভাই খান মেজবাহ উদ্দিন বলেন, আমার দুলাভাই দীর্ঘ ২১ বছরের কুয়েত প্রবাসী জীবন শেষে করে এই মাসের শেষের দিকে দেশে আসার কথা ছিল। কিন্তু দেশে আসলো তার নিথর দেহ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত