রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:১৫ PM আপডেট: ০৩.১১.২০২৫ ১২:২৬ PM

বরিশালের গৌরনদীতে একটি মাদকস্পটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে।
 
রবিবার রাতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।গ্রেপ্তারকৃত গোলাম মাহতাব বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের সহদোর।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে রবিবার রাতে পৌরসভার সুন্দরদী মহল্লার একটি মাদকস্পটে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় ওই মাদকস্পট থেকে তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং গোলাম মাহতাব নামের এক যুবককে গ্রেফতার করা হয়। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আদালতে পাঠানো হয়েছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত