মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে পেট্রোবাংলার অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:০১ PM
দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হলো জ্বালানি। প্রাথমিক জ্বালানি হিসেবে চাহিদামতো প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব হলে বাংলাদেশে বিদ্যুৎ ও সার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি শিল্প ও কল-কারখানা চালু থাকবে এবং মোটরযানে সিএনজি সরবরাহ ও অনেক বাসাবাড়িতে চুলা জ্বলবে। 
দেশীয় গ্যাস উৎপাদন ক্রমশ কমে যাওয়ায় এবং উত্তরোত্তর গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদেশ থেকে উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে, যা বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় ৩০%। আমদানিকৃত গ্যাস ও দেশে উৎপাদিত গ্যাস ব্লেন্ডেড কস্টের চেয়েও কম মূল্যে গ্রাহকের নিকট গ্যাস বিক্রয়ের ফলে পেট্রোবাংলাকে প্রতি বছর বিপুল সরকার নিকট হতে পরিমাণ ভর্তুকি নিতে হচ্ছে।

অন্যদিকে, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ উপায়ে গ্যাস ব্যবহার করছে। অবৈধভাবে ব্যবহার হওয়া গ্যাসের কোনো মূল্য যেমন আদায় করা সম্ভব নয়, তেমনি অনিরাপদভাবে গ্যাস ব্যবহারের কারণে প্রায়শই দূর্ঘটনা ঘটছে এবং প্রাণহানীসহ অনেকেই সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। অবৈধভাবে ব্যবহার হওয়া গ্যাসের মূল্য আদায় সম্ভব না হওয়ায় সময়মতো গ্যাসের মূল্য পরিশোধ করা কষ্টকর হয়ে পড়ছে। এছাড়া, অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা গেলে বৈধ গ্রাহকগণের গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে।

অবৈধভাবে গ্যাস ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে পেট্রোবাংলার অধীন ৬টি গ্যাস বিতরণ কোম্পানি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্টসহ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে অভিযান পরিচালনা করছে। পেট্রোবাংলা থেকেও ভিজিলেন্স টিম গঠন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো কারখানা বা বাড়ীতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া গেলে গ্যাস ব্যবহারকারীসহ কারখানা ও জমির মালিকের বিরুদ্ধে গ্যাস আইন, ২০১০ ও অন্যান্য প্রচলিত আইন অনুযায়ী জরিমানা আদায় ও কারাদন্ড প্রদান করা হচ্ছে।

অক্টোবর, ২০২৫ মাসে পেট্রোবাংলার আওতাধীন ৬টি বিতরণ কোম্পানি (তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড, কর্ণফুলী গ্যাস কোম্পানী লিমিটেড ও সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড) কর্তৃক বিভিন্ন ধরণের মোট ৬৯৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর প্রেক্ষিতে মোট ৭,১৭০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তম্মধ্যে, সম্পূর্ণ অবৈধভাবে গৃহীত গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সংখ্যা ৬,৯১২টি। এ সকল অভিযানের মাধ্যমে মোট প্রায় ১০ কিলোমিটার বিভিন্ন ধরণের অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। মোট ৫১টি মোবাইল কোর্ট কর্তৃক আরোপিত ৫১,৫৯,০০০/- টাকা জরিমানা আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে কারখানা মালিকের বিরুদ্ধে ১০টি মামলা ও ২টি এফআইআর রুজু হয়েছে। অন্যদিকে, জমির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে ২টি এবং অবৈধ সংযোগের সাথে জড়িত ব্যক্তির নামে ২টি মামলা ও ১৫ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া, মোবাইল কোর্টে ১ জন ব্যক্তিকে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, পেট্রোবাংলা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সংশ্লিষ্ট সকল কার্যক্রমের তথ্যভান্ডারের সফটওয়্যার অতিশীঘ্রই উদ্বোধন করা হবে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে স্থানীয় জনগণ ও বৈধ গ্রাহকগণ ভিজিলেন্স টিমকে স্বত:স্ফুর্তভাবে তথ্য দিয়ে সহায়তা করছে। এছাড়াও অনেকেই গোপনে অবৈধ গ্যাস সংযোগের তথ্য প্রদান করছে। দেশের একজন সচেতন নাগরিক ও বৈধ গ্যাস গ্রাহক হিসেবে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে তথ্য প্রদান, অবৈধ গ্যাস ব্যবহার থেকে বিরত থাক, নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করা এবং গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য পেট্রোবাংলা সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত